স্বপ্নপূরণে বয়স বাঁধা নয়, প্রমাণ করলেন তিনি

pic-5-5e19ac48d26de

প্রায়ই শোনা যায়, স্বপ্নপূরণের ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যে কেউ যেকোনো বয়সে তার স্বপ্ন পূরণে করতে পারে। এ কথাটির  প্রমাণই যেন পাওয়া গেল ভারতের চন্ডীগড়ের বাসিন্দা হরভাজন কৌরের ঘটনায়।

চার বছর আগে ৯০ বছর বয়সে নিজের স্বপ্নপূরণে হাতে তৈরি বেসনের  বরফি বিক্রি শুরু করেন হরভাজন। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।

ঘটনার শুরু ২০১৬ সালে। হরভাজনের মেয়ে রাভিনা সুরি তার কাছে জানতে চান, মায়ের জীবনে এমন কিছু কি আছে যা নিয়ে তার আক্ষেপ আছে?

হরভাজন মেয়েকে জানান, জীবনে নিজে একটা টাকা উপার্জন করতে না পারায় তার একটা গোপন কষ্ট আছে। এ সময় হরভাজনের মেয়ে তাকে বেসনের বরফি বিক্রির পরামর্শ দেন। হরভাজনও নিজের নামে বরফি বিক্রির ব্যবসা শুরু করেন । সেখানে লেখা হয়, এ বরফি খেলে ছেলেবেলার কথা মনে পড়বে। প্রথম দিকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরেই তার বরফি কিনতেন।

ধীরে ধীরে হরভাজনের বরফির কদর বাড়তে থাকে। ৯৪ বছর বয়সে এসে তিনি অর্ডার নিয়ে কাজ শুরু করেন। অনেকেই হাতে তৈরি বরফি নিতে আজকাল তার বাড়িতে চলে আসেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, বেসন তৈরির জন্য শস্য সিদ্ধ থেকে শুরু করে বরফির আকৃতিতে কাটা-সব কাজ তিনি একাই করেন।

তার কাজকে স্বীকৃতি জানিয়ে এরই মধ্যে ভারতের সফল ব্যবসাযী আনন্দ মহেন্দ্র টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যখন আপনি শুরু শব্দটি শোনেন তখন এটি সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরুতে হাজার হাজার ডলার ইউনিকর্নস তৈরির চেষ্টা মনে আসে।’ হরভাজনের প্রশংসা করে তিনি আরও লিখেছেন, ‘এখন থেকে শুরু শব্দটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ৯৪ বছর বয়সী এ নারীর কথাও মনে করুন। কারণ এ নারীর কাছে কোনো বয়সই শুরু করার জন্য শেষ বয়স নয়। আমার কাছে তিনিই এ বছরের সেরা উদ্যোক্তা।’

তার এ পোস্টের পর হরভাজন পরিচিত হয়ে উঠেছেন নেট দুনিয়ায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Pin It