স্বর্ণের ভরি আবার ৫০ হাজার টাকা

gold-5b50975584c94-5c4f2e649607e

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দর। এবার ভরিতে বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। এর ফলে স্বর্ণের দর আবার ৫০ হাজার টাকার ঘর ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার থেকে বাজারে সবচেয়ে ভালো স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের নতুন দর হবে ৫০ হাজার ১৫৫ টাকা। এতদিন এ মানের স্বর্ণের দর ছিল ৪৮ হাজার ৯৮৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার দর বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। মাত্র চার সপ্তাহ আগে নতুন বছরের প্রথম দিনে দেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়। সে সময় ভরিতে দর বাড়ানো হয় এক হাজার ৫১৭ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন বাজারে স্বর্ণের দর ক্রমাগত বেড়ে চলায় বাজারে দর সমন্বয় করা হয়েছে। এর আগে গত বছরের ১০ জানুয়ারি স্বর্ণের দর বেড়ে ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়। পরে দর আবার ৫০ হাজার টাকার নিচে নেমে আসে। এর পর দরে ওঠা-নামা থাকলেও তা ৫০ হাজার টাকার নিচেই ছিল।

নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের দর দাঁড়াল ৪৭ হাজার ৮২২ টাকা। এতদিন এর দর ছিল ৪৬ হাজার ৬৫৬ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দর বেড়ে হয়েছে ৪২ হাজার ৮০৭ টাকা।

এত দিন এর দর ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। তবে এবারও সনাতনি স্বর্ণের ভরিপ্রতি দর ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। রুপা গত প্রায় দেড় বছর ধরে ভরিপ্রতি এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Pin It