স্বাধীন মতপ্রকাশে সুযোগ থাকা উচিত: ছাত্রলীগ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র

matthew_miller_171123_01

“আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের মানুষের মতপ্রকাশ ও সমাবেশসহ মৌলিক স্বাধীনতার চর্চা করতে পারা উচিত,” নিয়মিত বিফ্রিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

ছাত্রলীগের নিষিদ্ধের প্রশ্নে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সোমবার রাতে মুখপাত্র ম্যাথু মিলার এ বিষয়ক এক প্রশ্নে বলেন, “আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের মানুষের মতপ্রকাশ ও সমাবেশসহ মৌলিক স্বাধীনতার চর্চা করতে পারা উচিত।

“এক্ষেত্রে আমরা সেটা বিশ্বাস করি বাংলাদেশে যেই ক্ষমতায় থাকুক না কেন এবং এটা আমরা এই মঞ্চের পাশাপাশি আমাদের দ্বিপক্ষীয় আলোচনায় আগে অনেকবার স্পষ্ট করেছি।”

বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে ছাত্রলীগ নিষিদ্ধের প্রভাব পড়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ম্যাথু মিলারের কাছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকে গত ২৩ অক্টোবর সন্ত্রাসী সত্তা হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

সংগঠনটির বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ‘হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন’ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এদিকে এসআই পদে প্রশিক্ষণে থাকা ২৫২ জনকে অব্যাহতির বিষয়েও এদিন জানতে চাওয়া পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে। এক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের বরখাস্তের বিষয় তুলে ধরে প্রশ্ন করা হয়।

উত্তরে ম্যাথু মিলার বলেন, “এই প্রতিবেদন আমি দেখিনি। তবে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করব।”

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এসব ক্যাডেট এসআইকে গত ২২ অক্টোবর শৃঙ্খলা ভঙ্গের ‘অভিযোগে’ অব্যাহতি দেওয়া হয়, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

Pin It