স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের ভূমিকা নিন্দনীয়: ড. কামাল

Dr-kamal-hossain-5d41c34eb709a

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্নিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয়। তাদের ভূমিকা নিন্দনীয়।

বুধবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন এটা কারও কাম্য ছিল না। ড. কামাল হোসেন অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।

Pin It