হামাসের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৩৫০

image-726558-1696764342

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এছাড়া সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরেও প্রবেশ করেছে হামাস যোদ্ধারা। এ হামলায় এ পর্যন্ত ৩৫০ ইসরাইলি নিহত হয়েছে।

দেশটির জাতীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, সহিংসতায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানিয়েছে, দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হলেও ইসরাইলের পক্ষ থেকে এ সংখ্যা সরাসরি নিশ্চিত করা হয়নি।

শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়।

এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।

বিবিবি বলছে, গতকাল হামাসের হামলাটিও ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। দিনটিও ছিল ইহুদিদের ছুটির দিন। ওই হামলার পর ইসরাইলও গাজায় বিমান হামলা চালিয়েছে। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে তারা।

হামাসের হামলা আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও তা ছিল সুপরিকল্পিত। শনিবার রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েন। তারা কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখেন। তাদের অভিযানে বেশ কিছুসংখ্যক ইসরাইলি নিহত হন।

কিছুসংখ্যক সামরিক-বেসামরিক ইসরায়েলি নাগরিককে তারা জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তবে এ সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীটি গর্ব করে বলেছে, আটক ইসরাইলিদের সংখ্যা ইসরাইল যা জানে তার চেয়েও অনেক বেশি।

Pin It