হাসপাতালে স্ত্রী লাশ ফেলে রেখে স্বামী উধাও

image-102149-1572622116

ঠাকুরগাঁয়ের হরিপুরে হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী উধাও হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ময়না খাতুন (৩০) নামে এক গৃহবধূকে স্বামী জাকির হোসেনসহ শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এরপর হত্যার অভিযোগ এনে শুক্রবার সকালে নিহত গৃহবধূর বড় ভাই আশরাফ আলী হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

ময়না উপজেলার আমবাড়ি গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং পীরগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের মেয়ে। স্বামী জাকির হোসেনসহ ৭ জনের নামে হত্যা মামলা রজু করে পুলিশ গৃহবধূর লাশ এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গৃহবধূর বড় ভাই আশরাফুল আলী বলেন, ‘পারিবারিকভাবে ২০০৪ সালে ময়না খাতুনের সঙ্গে উপজেলার জয়নালের ছেলে জাকির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর ময়না তার স্বামীর সংসার নিয়ে ভালোই চলছিল। কিছুদিন যেতে না যেতেই জাকির মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। এরপর থেকেই ময়না খাতুনকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। স্ত্রীকে নির্যাতনের কারণে জাকির হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়। এরই মধ্যে জাকির দিনাজপুরের সুরভী নামে এক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় জাকির হোসেন ঐ মেয়েকে কিছুদিন আগে স্ত্রী ময়নার অজান্তে বিয়ে করে। ঘটনাটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মূলত এই দ্বন্দ্বের জের ধরেই ময়না খাতুনকে স্বামী জাকির হোসেনসহ তার শ্বশুর বাড়ির লোকজন রাত্রে কয়েক দফা মারপিট করে। পরে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর স্ত্রী ময়নার লাশ ফেলে রেখে স্বামী জাকির হোসেন উধাও হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নিহতের বড় ভাইয়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা রজু করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা বের হবে। এজাহারকৃত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Pin It