‘হাসান আগামীর সম্ভাবনাময় পেসার’

image-218623-1612102934

দীর্ঘকায় ফাস্ট বোলার। বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে গতির মিছিলে সবার চেয়ে কিছুটা এগিয়ে হাসান মাহমুদ। গতির সঙ্গে দুই দিকে সুইং করানোর দক্ষতা রয়েছে এই তরুণের। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটে (টি-২০, ওয়ানডে) বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তার। গত বছর জিম্বাবুয়ে সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। ডানহাতি এ পেসারের প্রতি নির্বাচকদের অনেক আশা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৩৭ উইকেট পাওয়া ২১ বছর বয়সী এ পেসারকে জাতীয় দলের সঙ্গে রেখে ভবিষ্যতের জন্য গড়ে তোলার চেষ্টায় আছেন নির্বাচকরা। হাবিবুল বাশার সুমনের মতে, হাসান আগামীর সম্ভাবনাময় পেসার।

তরুণ ফাস্ট বোলারকে টেস্ট দলে রাখার বিষয়ে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘খুব বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি। কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি।’

দেশের বাইরের কন্ডিশনে হাসানের গতিময় বোলিং কার্যকর হবে বলে আশা হাবিবুলের। বাশারের মতে, ‘বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যৎ আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।’

একাদশে সুযোগ পেলে উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটাও দারুণ সুযোগ হতে পারে হাসানের জন্য। অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে নিজের প্রতিভার স্বরূপ তুলে ধরেছিলেন তিনি। লাল বলেও তার কাছে দুর্দান্ত কিছু আশা করছেন নির্বাচকরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়েছে ৫ পেসারকে। যদিও একাদশে পেসারদের উপস্থিতি খুব বেশি থাকবে না বলেই আভাস রয়েছে। কারণ হোম কন্ডিশনে ক্যারিবিয়ানদের স্পিন আক্রমণেই ঘায়েল করার পরিকল্পনা করছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়ও ছিল সেই ইঙ্গিত।

একাদশে পেসার-স্পিনারের সমন্বয় প্রসঙ্গে চট্টগ্রামে সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেছেন, ‘দেশের মাটিতে স্পিনারটাই আমরা বেশি খেলি। এখানে পাঁচ জন পেসার রাখা হয়েছে কারণ অনেকদিন পর আমরা টেস্ট খেলতেছি, যেকোন সময় যে কেউ ইনজুরিতে পড়তে পারে।’

Pin It