২০২২: বাংলাদেশে ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ কবে ?

methila-100421-03

২০২১ সালে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার কোনোটিতেই অংশ নেয়নি বাংলাদেশ; ২০২২ সালে আয়োজনের অপেক্ষায় থাকা দুই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠাবেন আয়োজকরা ?

‘মিস ওয়ার্ল্ড’-এর বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান  জানান, ২০২২ সালের আয়োজনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে তারা প্রস্তুতি শুরু করেছেন।

কবে নাগাদ নিবন্ধন শুরু হবে-তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে অমিক্রন এন্টারটেইনমেন্ট।

‘মিস ইউনিভার্স’-এর বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদুল আজহার পর তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

গত বছর ৭০তম মিস ইউনিভার্সের মূল আসর বসেছিল ইসরায়েলে; দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সেই আসরে কোনো প্রতিযোগীকে পাঠায়নি মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

শফিকুল জানান, এবারের আসরের ভেন্যু এখনও জানানো হয়নি; ভেন্যু জানানোর পর তারা সিদ্ধান্তে আসবেন।

গত বছরের ‘মিস ওয়ার্ল্ড’র মূল আসর বসেছিল পুয়ের্তো রিকো; দেশটির ভিসা সংক্রান্ত জটিলতা ও দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় কোনো বাংলাদেশে কোনো প্রতিযোগিতার আয়োজন করেনি অমিক্রন এন্টারটেইনমেন্ট।

Pin It