২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু

image-444709-1626627934

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।

গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। সেদিন ২৩০ জন মারা যান। আর গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়ায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

গত ১৫ জুলাই দেশে মৃত্যু হয়েছিল ২২৬ জনের। আগের দিন (১৪ জুলাই) ২১০ জন, ১৩ জুলাই ২০৩ এবং ১২ জুলাই ২২০ জনের মৃত্যু হয়।

বাংলাদেশে গত ১০ দিনে নতুন ১ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে  শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ৩৯ হাজার ৮৪৫ নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৫৭৮ জনের করোনাভাইরাস ধরা পড়ে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯।

Pin It