৩০ জানুয়ারির মধ্যেই দেশে ফিরছেন এরশাদ: রাঙ্গা

image-23035-1548510847

জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‌‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আশা করি, ৩০ জানুয়ারির মধ্যে তিনি দেশে ফিরবেন।’

শনিবার রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।’

মসিউর রহমান রাঙ্গা আশা প্রকাশ করে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মধ্যে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।’

তিনি বলেন, ‘আল্লাহর হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার কাবা শরিফ এবং রাসূলের (স.) রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন।’

জানা গেছে, ৮৮ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হুইল চেয়ারে চড়ে সংসদ ভবনে গিয়েছিলেন তিনি।

Pin It