৪৩ তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে

image-705493-1691655989

৪৩ তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ভাইভার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুসংবাদ। আগামী সপ্তাহেই লিখিতের ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার পিএসসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে পিএসসি। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষাও শুরু হবে।

ফল প্রকাশের কতদিনের মধ্যে ভাইবা হবে-এমন প্রশ্নে ওই সূত্রটি জানিয়েছে ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে।

Pin It