ভারতে নির্বাচনী বহরে হামলা, বিজেপি বিধায়কসহ নিহত ৫

BJP-Legislator

ভারতে লোকসভা নির্বাচনের দু’দিন আগে ছত্তিসগড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কের গাড়িবহরে মাওবাদীদের হামলায় বিধায়ক ভীমা মাণ্ডভিসহ আরো অন্তত চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

এনডিটিভি জানায়, মঙ্গলবার বিকালে ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় এ হামলা হয়। এদিন বিকেলে দন্তেওয়াড়ার কিরণ্ডুল এলাকায় নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন ভীমা মাণ্ডভি।

প্রচার শেষে তার গাড়িবহর নকুলনার এলাকায় ফেরার পথে শ্যামগিরির কাছে হামলা চালায় মাওবাদীরা। ঘটে তীব্র বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক-সহ পাঁচজনের।

ছত্তিসগড়ে বৃহস্পতিবার প্রথম দফায় দন্তেওয়াড়া আসনে ভোট হবে। দন্তেওয়াড়ার প্রায় পুরো এলাকাই মাওবাদীদের শক্ত ঘাঁটি। তাই ভোটের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল গোটা এলাকায়। এতেও ঠেকানো যায়নি মাওবাদী নাশকতা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ভীমাকে বহন করা গাড়ির কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণের পর বেঁচে যাওয়া লোকজন বিধ্বস্ত গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ‘কাছেই লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের গুলি করে’।

বেশ কিছুদিন ধরেই ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পোস্টার ছড়িয়েছিল মাওবাদীরা। কোনো নেতা প্রচারে এলে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়। কিন্তু সে সব উপেক্ষা করেই প্রচারে গিয়েছিলেন বিজেপি বিধায়ক।

প্রচারে গিয়ে ভোটের আগেই নাশকতার শিকার হলেন ভীমা। গত বছরের বিধানসভা নির্বাচনে দন্তেওয়াড়া আসনে কংগ্রেসের দেভতি কর্মাকে হারিয়েছিলেন তিনি।

ছত্তিসগড়ের ডিআইজি পি সুন্দর রাজ সংবাদ মাধ্যমকে মাওবাদী হামলায় বিধায়ক ভীমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। মঙ্গলবারই ছিল ছত্তিসগড়ে প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ দিন। এ রাজ্যে ভোট হবে তিনদফায়। ১১ এপ্রিলে প্রথম দফার ভোটগ্রহণের পর ১৮ এবং ২৩ এপ্রিলে পরবর্তী দফায় ভোটগ্রহণ হবে।

Pin It