নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট নিয়ে উদ্বেগের কারণ নেই

eb6c26ec85d8ec6f250c41b02a29dc0e-5caa1890e57c4

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে আমেরিকানদের সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট জারি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কোনো এক সামাজিক ওয়েবসাইটের সূত্র ধরে তারা এটা করেছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, আমাদের তথ্য দেন।’

পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি স্থানীয় সময় আজ রোববার সকালে নিউইয়র্কে পৌঁছান। নিউইয়র্কে এক দিনের যাত্রাবিরতি করে তিনি ওয়াশিংটন যাবেন। এক দিনে তাঁর সম্মানে তিনটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে স্বাগত জানাতে আসেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীরানিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে স্বাগত জানাতে আসেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীরা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বাণিজ্যক্ষেত্রে দুই দেশ লাভবান হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব নিয়েই তাঁর আলোচনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

উল্লেখ্য, এ কে আবদুল মোমেন একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী দূত হিসেবে কর্মরত ছিলেন। এখানে প্রবাসী জনসমাজের সঙ্গে তাঁর ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। তাঁরাই চার ঘণ্টায় তিনটি সংবর্ধনার আয়োজন করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

Pin It