ইংল্যান্ডে ভারতকে হারাল যুবারা

Shoriful-samakal-5d41624881b59

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইংল্যান্ডকে আগের ম্যাচে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাল টাইগার যুবারা। বিলারকের টবি হায়ে ক্রিকেট গ্রাউন্ডে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টি আইনে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল বাংলাদেশের যুবারা।

ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৭। পয়েন্ট তালিকায় বাংলাদেশের পরেই আছে ভারত। সবার নিচে আছে ইংল্যান্ড। ত্রিদেশীয় এই সিরিজে আটটি করে ম্যাচ খেলবে তারা। সেরা দুই দলের ফাইনাল হবে ১১ আগস্ট।

ভারতের বিপক্ষে এ ম্যাচে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ভারত ৩৬ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে তোলে ২২১ রান।ভারতের হয়ে ৪৪ রান করেন কামরান ইকবাল। প্রাগনেশ কানপিলভার ৫৩ বলে ৬৯ রান করেন। ভারতের অধিনায়ক ধ্রুব জুভেল ৬৬ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।

বৃষ্টির কারণে দু’বার ম্যাচ বন্ধ হয়। বাংলাদেশ যুবারা ৩২ ওভারে ২১৮ রানের লক্ষ্য পায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওপেনার পারভেজ ইমন ৪০ বলে দারুণ এক ফিফটি করেন। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। এরপর দ্রুত তিনটি উইকেট হারায় যুবারা।

পরে দলের অধিনায়ক আকবর আলি ভালো এক ইনিংস খেলেন। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া শামিম এবং শাহিন নেন একটি করে উইকেট। ভারতের হয়ে মিশ্রা ৩ উইকেট নেন।

Pin It