উন্নয়নের জোয়ারে ঢাকা এখন ক্যাসিনোর শহর: ড. মঈন খান

moin-khan-5d83a63196160

সরকারের উন্নয়নের জোয়ারে ঢাকা এখন ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান এ মন্তব্য করেন। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ মানববন্ধনের আয়োজন করে।

ড. মঈন খান বলেন, বাংলাদেশকে নাকি মধ্যমআয়ের দেশে পরিণত করেছে সরকার। এখনই যদি ঢাকা শহর লাসভেগাসে পরিণত হয়, যখন উন্নত দেশে পরিণত হবে, তখন কী হবে।

বুধবার রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ এসেছে। পুলিশের দাবি, ঢাকায় অবৈধভাবে অন্তত ৬০টি ক্যাসিনো ও জুয়ার আখড়া চলছে।

এসব বিষয় উল্লেখ করে মঈন খান বলেন, উন্নয়নের জোয়ারে নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে। দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য। অর্থনৈতিক মুক্তির ঠেলায় ঢাকা লাসভেগাসে পরিণত হয়েছে। গণতন্ত্রের ঠেলায় একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে রাজপথের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক হারুন আল রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেলসহ চিকিৎসক নেতারা।

Pin It