করোনাভাইরাস: জরুরি বৈঠকে বিএনপি, মানববন্ধন স্থগিত

bnp-standing-committee-090320-01

দেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি।

রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হয়।

রাত সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির সদস্যরা বৈঠকে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে দলের ‘করণীয়’ নির্ধারণ করছেন বলে জানা গেছে।

বৈঠকের ফাঁকে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, “বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে গণমাধ্যমকে জানাবেন।”

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

সেলিমা এই সংগঠনের আহ্বায়ক।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Pin It