এখন ঘরে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে সঠিক: শফী

image-142899-1586181264

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।

আহমদ শফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশেও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এই ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্তদের অনেকেই মারা যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। মসজিদে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।’

আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন আল্লামা শফী। তিনি বলেন, ‘তবে সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামারি থেকে রক্ষা করেন।’

Pin It