চীন থেকে এলো করোনা পরীক্ষার কিট ও সুরক্ষাসামগ্রী

nevy-samakal-samakal-5e9c8b492f5b6

করোনাভাইরাস প্রতিরোধে পিপিইসহ চিকিৎসাসামগ্রী নিয়ে রোববার চীন থেকে ঢাকায় ফিরেছে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। সি-১৩০ জে পরিবহন বিমানে ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাড়ে সাত হাজার এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, দুই হাজার প্রটেকটিভ গ্লাভস, ১০ হাজার ২০০ মেডিকেল সেফটি গ্লাভস, ২০০ গগলস, ১০ হাজার ৪৫৯ পিপিইসহ বিভিন্ন সামগ্রী আনা হয়েছে। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় করোনা মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এই সামগ্রী আনা হয়। এ ছাড়া একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনা মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে দেওয়ার জন্য আরও কিছু চিকিৎসাসামগ্রী আনা হয়েছে।

Pin It