ছেলে-মেয়েসহ করোনায় আক্রান্ত পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার

image-148735-1588331339

পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। এবার করোনায় আক্রান্ত হয়েছে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার এবং তার ছেলে ও মেয়ে। বৃহস্পতিবার আসাদ কায়সারের দেহে কোভিড-১৯ শনাক্ত করার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

আসাদ কায়সার টুইট বার্তায় জানান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। ওই বার্তায় তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

সম্প্রতি আসাদ আল কায়সারের বোন এবং শ্যালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, এর আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপাল ইমরান ইসমাঈল করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন।

করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি। দ্যা টাইমস অব ইন্ডিয়া।

Pin It