মহামারীতেও রেমিটেন্সে উল্লম্ফন, হুন্ডি বন্ধও কারণ

saudia-02

করোনাভাইরাস মহামারীতে আমদানি ও রপ্তানি তলানিতে নেমে এলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ছেই।

বিশ্বজুড়ে মহামারী চলায় রেমিটেন্সে তার প্রভাব না পড়ার জন্য হুন্ডি বন্ধ হওয়াকেই কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা ১ কোটিরও বেশি বাংলাদেশির পাঠানো অর্থ বা রেমিটেন্স। দেশের জিডিপিতে এই রেমিটেন্সের অবদান ১২ শতাংশের মতো।

এবার করোনাভাইরাস মহামারীতে মার্চ থেকে বৈশ্বিক পরিস্থিতি ওলটপালট হয়ে যাওয়ায় রেমিটেন্সও কমে গিয়েছিল। কিন্তু এপ্রিল থেকে রেমিটেন্সে ঊর্ধগতির ধারা চলছে।

সেই ধারায় চলতি জুন মাসের ১৮ দিনেই ১২১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কখনই এত কম সময়ে এত বেশি রেমিটেন্স আসেনি।

Pin It