পাপুল কুয়েতের নাগরিক হলে সংসদ সদস্য পদ বাতিল: প্রধানমন্ত্রী

image-164851-1594209014

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক হলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ( ৮ জুলাই) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাত দিন বিরতির পর বুধবার সকাল ১১টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, যে সংসদ সদস্যের কথা বলা হচ্ছে তিনি কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি কুয়েতের নাগরিক কি না সে বিষয়ে আমরা কুয়েতে কথা বলছি। সেটা দেখবো। আর সেটা হলে তার ওই সিট হয়তো খালি করতে হবে। কারণ যেটা আইনে আছে সেটা হবে। তার বিরুদ্ধে আমরা দেশেও তদন্ত করছি।

সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমদ-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কাজে নিয়োগ পেতে পারে, সেজন্য বিদেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই অন্তর্বর্তী সময়ে বিদেশের বাংলাদেশ মিশনের শ্রমকল্যাণ শাখার মাধ্যমে আমরা দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মাঝে প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করেছি।’

উল্লেখ্য, গত ৩০ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করার পর সাতদিনের জন্য অধিবেশন মুলতবি রাখা হয়। এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

করোনায় মারা যাওয়া প্রবাসীর পরিঃ ৩ লাখ টাকা পাবে : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে থমকে গোটা পৃথিবী। এই সময়ে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। আর প্রবাসে বসবাসরত বাংলাদেশিরাও রয়েছেন নানান বিপদে। অনেকেরই কাজ নেই। কিংবা দেশে এসে করোনার কারণে ফিরতে সমস্যা হচ্ছে তাদের সেই দেশে ফেরাতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছ। সে লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করছে। তাছাড়া করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলেও সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ৫’শ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। শেখ হাসিনা বলেন, জনশক্তি রফতানির সঙ্গে জড়িতরা সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pin It