করোনায় এবারের ‘ব্যালন ডি’অর’ পুরস্কার বাতিল

image-168424-1595253429

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা নাকাল মানুষ। একে একে মহামারি করোনা থাবা বসিয়েছে সব খানে। এবার করোনার প্রাদুর্ভাবে বাতিল করা হল সেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি’র। সিদ্ধান্তটি জানিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।

ভারতীয় দৈনিক দ্যা হিন্দুর খবরে বলা হয়, করোনার কারণেই চলতি বছরে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। ফলে বাতিল হল সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।

জানা যায়, ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে দেওয়া হয় ব্যালন ডি’অর পুরস্কার। আর ১৯৯৪ সাল থেকে ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ে ব্যালন ডি’অর প্রতিযোগিতা। বিশ্বের যে কোনও ফুটবলারের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয় তখন থেকেই। আর ২০০৭ সাল থেকে বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়ার প্রথা চালু হয়।

আরও পড়ুন: করোনা মহামারিতেই ইসরাইলে নার্স ধর্মঘট

২০১৬ সাল থেকে শুধুমাত্র সাংবাদিকদের ভোটে ব্যালন ডি’অর জয়ী নির্বাচন হয় ।

Pin It