ঈদে এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের নির্দেশ

image-171343-1596118239

পবিত্র ঈদুল আজহায় ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিসটেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।

আরো পড়ুন : স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদের ব্যাংক হিসাব জব্দ

নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখার পাশাপাশি ব্যাংকের পরিচালিত সিস্টেমসমূহের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক ঝুঁকি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Pin It