সাংবাদিক নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চান হানিফ

al-hanif-280820-01

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার পর অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেপ্তারের সমালোচনা করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোজিনার ঘটনায় দিনভর নানা ঘটনার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ফেইসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।”

ফেইসবুক পোস্টের প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান।

তিনি বলেন, “সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিশেষের কারণে ভাবমূর্তি নষ্ট হবে এটা কোনোভাবে কাম্য নয়। আমরা চাই প্রত্যেকটা মন্ত্রণালয় স্বচ্ছভাবে কাজ করুক, প্রধানমন্ত্রীর যে চিন্তা-চেতনা দেশের জন্য, যে পরিকল্পনা সেটা বাস্তবায়নে এগিয়ে যাক। দেশ এগিয়ে যাক, সরকারের ইমেজ আরও উজ্জ্বল হোক।

“সচিবালয়ে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “কখনো কখনো দেখা যায়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কারণেই নানা ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।”

Pin It