এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখাতে চায় কিংস

1691674276.Bashundhara-Kings

বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ আমিরাতের শক্তিশালি ক্লাব শারজাহ এএফসি।

চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখাতে চায় বসুন্ধরা কিংস। শারজা এফসির বিপক্ষে ম্যাচের আগে সেরা প্রস্তুতিটাই নিয়েছে দল, এমনটাই জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন।

আজ (১০ আগস্ট) ঝুম বৃষ্টিও আটকাতে পারেনি কিংসকে। বৃষ্টির বাধা উপেক্ষা করেই দল বেধে মাঠে হাজির তারা। বৃষ্টিতে ভিজেই শুরু করে অনুশীলন। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি যে কিংসের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ মেলে অনুশীলনে সিরিয়াসনেস দেখেই।

ঘরোয়া ফুটবল লিগে একের পর এক ইতিহাস সৃষ্টি করা কিংসের চোখ এবার আন্তর্জাতিক শিরোপায়। দেশের ফুটবল ইতিহাসে যা ঘটেনি তাই ঘটবে কিংসের হাত ধরে। সেই কারনেই ১৫ আগস্ট শারজার সাথে লড়াইটা মাঠে জমাতে চান কোচ ব্রুজন। তিনি বলেন, ‘শারজাহ এফসি কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরা প্রস্তুতি নিচ্ছি। ভালো কিছুর লক্ষ্যেই আমরা খেলতে নামবো। ’

দলের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু বলছেন, শক্তির বিচারে কিংস কিছুটা পিছিয়ে থাকলেও মাঠে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের জায়ান্টদের লক্ষ্য শারজার বিপক্ষে চমক দেখানো।

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর প্রত্যাশা ম্যাচের দিন দল হয়ে খেলতে পারলে কিংস গড়তে পারে নতুন ইতিহাস। তিনি বলেন, ‘ম্যাচে আমরা দলগত ভাবে ভালো পারফরম্যান্স করতে পারলে দিনটা আমাদের হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। ’

আগামী ১২ আগস্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বসুন্ধরা কিংস। শারজাহর বিপক্ষে ১৫ আগস্ট মাঠে নামবে ক্লাবটি।

Pin It