এবার আফগান পরীক্ষা যুবাদের

U-19-samakal-5d78f6766b100

ক্রিকেট অঙ্গনে সুবাতাস নেই। শ্রীলংকার মাটিতে ওয়ানডে ধবলধোলাইয়ের পর আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশের ফুটবলার। শ্রীলংকায় এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে আফগানিস্তান পরীক্ষা। জিততে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল। হারলে হাতে বাড়ি ফেরার টিকিট।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অন্য সেমিফাইনাল ম্যাচে ভারত খেলবে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। প্রথম পর্বের সবক’টি ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান-কুয়েতকে হারিয়ে সেমিতে এসেছে আফগানরা। দুটিই দাপুটে জয় ছিল আফগানদের। তবে গ্রুপসেরা নির্ধারণের ম্যাচে ভারতের কাছে ৩ উইকেটে হারে তারা।

বাংলাদেশ যুবারা সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও শ্রীলংকাকে হারিয়ে সেমিতে এসেছে। টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশই এখন অপরাজিত দল। এখন শিরোপার পথে প্রথম কাঁটা আফগানিস্তান। সাকিব আল হাসানরা টেস্ট হেরেছেন, জামাল ভূঁইয়ারা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হেরেছেন। আকবর আলিদের এবার প্রমাণের পালা।

Pin It