নিউজিল্যান্ড সিরিজে সাকিব কি খেলবেন?

image-105816-1694339929

পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হারে কার্যত এশিয়া কাপ শেষ বাংলাদেশের। এখন শুধু বাকি আনুষ্ঠানিকতা। শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

এশিয়া কাপ শেষ হওয়ার পর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর চলে আসবে নিউজিল্যান্ড। ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা মুখোমুখি হবে কিউইদের।

আসন্ন এই সিরিজে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। রোববার সন্ধ্যার পর এমন গুঞ্জন রটেছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এখন পর্যন্ত কেউই ছুটির জন্য আবেদন করেনি। আমরাও কাউকে ছুটি দেইনি। যেহেতু সামনে বিশ্বকাপের ধকল। তাই আমরা মানে বিসিবি কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।’

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘সেটা ঠিক হয়নি। তবে কয়েকজনকে খেলানো হবে না, এটা নিশ্চিত।’

Pin It